॥ শেখ ইমতিয়াজ কামাল ইমন ॥
সারাদেশে বিএনপি’র অগ্নি সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যনন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ১৭ নভেম্বর শনিবার দুপুরে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বনরুপা আলিফ মার্কেট প্রাঙ্গণে সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বনরুপা আলিফ মার্কেট প্রাঙ্গণের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন সভাপতিত্বে প্রতিবাদ, রাঙ্গামাটি জেলা’র সকল ইউনিট এর নেতা-কর্মী, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্ধ এসময় উপস্থিত ছিলেন।